যোগাযোগ করুন

 যোগাযোগ করুন 


আপনাদের প্রতিক্রিয়া এবং মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যদি আপনি কোনও প্রশ্ন করতে চান৷ কোনও মতামত বা প্রস্তাব দিতে চান, তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়৷


Address: Mirpur Plaza, 4th Floor 

Sofipur,  Kaliyakair, Gazipur 

 Mobile : +8801889638569

ই-মেল: srpresent10@gmail.com


sr Present  কাজ পাইয়ে দেবে বলে কেউ টাকা চাইছেন? কী করবেন, জানুন বিশদে!

আজকাল ব্যাপক মাত্রায় বাড়ছে কর্পোরেট ফ্রডের ঘটনা। চাকরিপ্রার্থীরা প্রতারণার শিকার হচ্ছেন প্রায় প্রতিদিন। সম্প্রতি এমনই বেশ কয়েকটি ঘটনার খোঁজ পেয়েছে sr present Investments Team  একাধিক জায়গা থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি sr present এর নামে আকর্ষণীয় চাকরির অফার দিচ্ছে। আর এই প্রতারণার ফাঁদে পড়ছেন চাকরিপ্রার্থীরা। চাকরির নামে প্রতারণা করে তাঁদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক বিশদে!

কী ভাবে ঘটে এই বিষয়গুলি?

এক্ষেত্রে প্রথম প্রথম খুব কায়দা করে ফাঁদ পাতে প্রতারণাকারীরা। প্রার্থীদের কাছ থেকে প্রথমবার যে পেমেন্ট নেওয়া হয়, তার পরিমাণ অল্প হয়। এর জেরে সহজে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন না সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা।

একবার চাকরিপ্রার্থী ফাঁদে পড়ার পর ধীরে ধীরে টাকার পরিমাণ বাড়াতে শুরু করে ফ্রডস্টাররা। যতই নিয়োগ বা ইন্টারভিউয়ের দিন এগিয়ে আসে, ততই বাড়তে থাকে এই টাকার পরিমাণ।

এক্ষেত্রে ল্যাপটপ, কম্পিউটার বা নানা প্রশিক্ষণের সূত্র ধরে অনেক সময়ে বড়সড় পরিমাণ অর্থও দাবি করা হয়।

টাকার পাশাপাশি ব্যক্তিগত তথ্য ও নথিপত্রও চেয়ে নেওয়া হয়। পরে এই তথ্যগুলিই বেচে দেওয়া হয়।

প্রতারণা থেকে বাঁচতে চাকরিপ্রার্থীদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে-

চাকরির জন্য প্রার্থীর কাছে আগাম কোনও টাকা চাওয়া হয় না। কোনও পদে নিয়োগের জন্য ডিপোজিট মানিও নেওয়া হয় না।

নিয়োগের ক্ষেত্রে অন্য কোনও মাধ্যম ব্যবহার করা হয় না। অর্থাৎ নিয়োগের কাজে এজেন্ট, কোনও সংস্থা বা ব্যক্তি বিশেষকে কাজে লাগানো হয় না।

এক্ষেত্রে হোয়াটস অ্যাপের মাধ্যমে কখনও কোনও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা বলা হয় না।

নিয়োগ চলাকালীন কোনও ব্যক্তিগত email ID অর্থাৎ Gmail, Yahoo, Hotmail, Outlook-এর মাধ্যমে যোগাযোগ করা হয় না। 

আমাদের বার্তা- যে সমস্ত প্রার্থীরা এই ধরনের কোনও সংস্থা, এমপ্লয়মেন্ট পোর্টাল বা কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন, তাঁদের নিজেদের ঝুঁকিতে আবেদন করতে হবে। নিজেদেরই দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে কোনও ক্ষতি হলে sr present ও প্রতক্ষ বা পরোক্ষরূপে দায়ী থাকবে না।

যদি কোনও সমস্যা দেখা দেয় বা কোনও প্রতারণার ঘটনা ঘটে, তাহলে প্রার্থীদের আগাম সতর্ক হতে হবে। প্রয়োজনে srpresent10@gmail.com -এ যোগাযোগ করা যেতে পারে। এনিয়ে বিশদে পর্যালোচনা করবে  ইনভেস্টিগেশন টিম।

Corporate office 

Address : Mofiz Market, Dokan No 3, Bolidara Bazar, Ranisonkail Thakurgaon,  Bangladesh


Mobile : 01889638560 (Office) 

Email : srpresent10@gmail.com

Facebook : Sr Present 

YouTube : Sr Present