লোগো ডিজাইনের ভাল কিছু উদাহরন
ছবি হাজার কথা বলে। লোগো ডিজাইনের কোনদিকে দৃষ্টি দিতে হয়, কিভাবে বক্তব্য তুলে ধরতে হয় সেকথা যতই বলা হোক, দৃষ্টান্ত না দেখা পর্যন্ত বোঝা কঠিন। এধরনের কিছু উদাহরনযোগ্য লোগো এখানে দেখানো হচ্ছে।
যারা লোগো ডিজাইনের কাজে নতুন তাদের কাছে বিষয়টি জটিল মনে হতে পারে। এই লোগোগুলি যারা তৈরী করেছেন তারা বহু বছর ধরে এই কাজই করেন একথা মনে করে উতসাহ পেতে পারেন। চেষ্টা করলে এসময় আপনিও এমন লোগো বানাতে পারবেন।প্রতিটি লোগোতে মুলত টেক্সট ব্যবহার করা হয়েছে সেইসাথে এমন গ্রাফিক্স সেপ তৈরী করা হয়েছে যা সেই লোগোর পেছনের কাজ প্রকাশ করে।

